এক রুদ্ধশ্বাস ম্যাচ দেখল গোটা বিশ্ব। ফুটবল বিশ্বকাপে ফাইনাল ম্যাচে জয় পেল ফ্রান্স।ক্রোয়েশিয়া কে হারিয়ে বিশ্বজয় করল ফ্রান্স। একের পর এক গোলে ধরাশায়ী করে দিল ক্রোয়েশিয়া কে। পোগবা থেকে শুরু করে অন্যন্য প্লেয়ার কে ছন্দে পাওয়া যায় এই দিন। দ্বিতিয়ার্ধে শুরুতে গোল দেয় ফ্রান্স,চাপে পড়ে যায় ক্রোয়েশিয়া। বিশ্বকাপের মত হাইভোল্টেজ ম্যাচে রাশিয়া আজ দেখল দুই সেরা দলের খেলা সাক্ষী থাকল গোটা বিশ্ব।ফ্রান্সকে এই বিশ্বকাপের শুরুতে ফেভারিট ধরা হয়েছিল। সব মিলিয়ে তাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন পুরন হল। আবেগে ভেসে গেল ফ্রান্স সমর্থকগন।
দ্বিতীয় বার বিশ্বকাপ জয় করল ফ্রান্স
সোমবার,১৬/০৭/২০১৮
1753
বাংলা এক্সপ্রেস---