দিল্লী লখনউ পর খাস কলকাতাতেই ধর্ষণ করে খুন


শনিবার,১৪/০৭/২০১৮
1443

নিজস্ব সংবাদদাতা---

নির্ভয়া, আসিফা , দিব‍্যার পর রুমাইয়া ক্রমশ দীর্ঘতর হচ্ছে এই তালিকা । একের প‍র এক সংযোজিত হচ্ছে একটির পর একটি নাম , ভারাক্রান্ত হচ্ছে ধরিত্রী । সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে অপরাধের সংখ্যা কলকাতাও তার ব‍্যতিক্রম নয় প্রমাণ হয়ে গেল কালকের নিশংস্র ঘটনায় ।

আজ ভোরের দিকে সোনারপুর ও সুভাষগ্রাম স্টেশনের মাঝে রেললাইনের ধারে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় । ধর্ষনের পর ধারালো কিছু দিয়ে খুন করে রেললাইনের ধারে ফেলে রেখে যায় দু‌স্কৃতিরা ।

জিআরপি সূত্রে জানা যাচ্ছে মেয়েটিকে শনাক্ত করা সম্ভব হয়েছে । মেয়েটির বাড়ি সরিষা, ডায়মন্ড হারবার । জে এম মাথুর হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সে । তার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে বৃহস্পতিবার বিকালে সে টিউশন পড়তে বের হয় । তারপর টিউশন ছেড়ে তার আর বাড়ি আসা হয়নি । কান্না মিশ্রিত কন্ঠে ঠিক এমনটাই জানিয়েছেন মৃত রুমাইয়া পারভিন এর বাবা খয়রুল মন্ডল।

এদিকে মৃতার বন্ধু বান্ধবীরা কয়েকজন রুমাইয়ার উপর অত্যাচাররীদের কঠোর সাজার দাবিতে সোচ্চার হয়েছে। পুলিশ তদন্ত নেমেছে। এখনও নীরব দর্শক বুদ্ধিজীবিরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট