মাইক্রো ফিন্যান্স কোম্পানির এজেন্ট নিয়োগে ধরা পড়ল চার


শুক্রবার,১৩/০৭/২০১৮
508

নিজস্ব সংবাদদাতা---

প্রতারক রায়গঞ্জ চাকুরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ।বৃহস্পতিবার রাতে শহরের একটি লজ থেকে অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ ওই পাঁচজনকে গ্রেফতার করে। ধৃতদের আজ আদালতে তোলা হলে  বিচারক তাদের ১৪ দিনের  পুলিশ হেফাজতের  নির্দেশ   দেয় । পুলিশ সূত্রে জানা গেছে, ‘আপনা স্বপনা’ নামে একটি মাইক্রো ফিনান্সকোম্পানি বৃহস্পতিবার এজেন্ট নিয়োগ করার জন্যশহরের একটি লজে ১০০ জনের ইন্টারভিউ নেয়।

এরপর বাছাই পর্বের শেষে নির্বাচিত ১৯ জনের থেকে ২১০০ টাকা জমা নেন অভিযুক্তরা।অভিযোগকারী যুবক মহম্মদ ছোট মিঞা বলেন, মহিলাদের আড়াই লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে। এবং এজেন্টদের মারফৎ ঋণ দেওয়ার আগেই দুই শতাংশ হারে পাঁচ হাজার টাকা করে কোম্পানির ঘরে জমা করার নির্দেশ দেওয়া হয়। এরপরেই সন্দেহ হয় নিয়োগপত্র পাওয়া ছোট মিঞার। রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে রাতেই তাঁরা পাঁচজনকে ওই লজ থেকে গ্রেফতার করে। এদিকে ওই কোম্পানির কোনও অস্তিত্ব নেই বলেই জানা গেছে। ধৃত পাঁচজনের নাম কলকাতার যাদবপুরের রোহিত কুমার দাস, বোলপুরের রাতুল কুমার পাল, মালদার মানস কুমার গুপ্তা, বাবু বক্সি ও মোবারক হোসেন। এদের বিরুদ্ধে ৪০৬, ৪০৯,৪২০,৩৪ আইপিসি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট