Categories: রাজ্য

দিদির সব মনে থাকে…

দিদির সঙ্গে ঘুরছি, সেই ১৯৮৬ সাল থেকে। একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে দিদির সব মনে থাকে! কার বাড়িতে অসুখ বিসুখ, কার ছেলেমেয়ে পরীক্ষায় ভাল রেজাল্ট করেছে, কার জন্মদিন বা কার কোন প্রিয়জন মারা গেছেন সব তিনি খবর রাখেন। এবং তার খবর রাখা মানে কিছু না কিছু করা, কোন না কোন ব্যাবস্থা নেওয়া। দলীয় কর্মী ও নেতা থেকে শুরু করে পাড়ার প্রবীণ মানুষ, প্রশাসক থেকে সাংবাদিক, বুদ্ধিজীবী থেকে সংস্কৃতি ক্ষেত্রের ব্যাক্তিত্ব সবাই যে তার নেটওয়ার্কে আছেন তা তারা নিজেরাও জানেন না। তার পরিচিত সব মানুষদেরই তিনি তাদের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান। এই খোঁজখবর রাখার মধ্যে দিয়েই প্রবল ব্যস্ততা ও কঠোর অনুশাসনের মধ্যে তার মানবিক মুখটা বারবার উঁকি দিয়ে যায়। আজ সকালে একটা ছোট্ট ঘটনায় তার প্রমাণ পেলাম।

শিলিগুড়ির উত্তরকন্যায় আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠক। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন রাজ্যের মুখ্যসচিব ও প্রশাসনের নানা স্তরের শীর্ষ কর্তা এবং আলিপুরদুয়ারের জেলাশাসক। বৈঠকে খোদ দিদি রয়েছেন তাই সবাই খুব তটস্থ। কখন কাকে কী জিজ্ঞাসা করেন বা কাজটা কেন হয়নি বলে কৈফিয়ত তলব করেন তা ভেবে সবাই বেশ চাপে রয়েছেন। এখানে একটা কথা বলা মোটেই অপ্রাসঙ্গিক হবে না, জেলা স্তরের প্রশাসনকে সচল ও সজীব রাখতে দিদি মন্ত্রী, মুখ্যসচিব, সংশ্লিষ্ট আমলা, জেলার রাজনৈতিক নেতৃত্ব, রাজ্য প্রশাসন সবাইকে জেলায় নিয়ে গিয়ে এই বৈঠকের যে উদ্যোগ নিয়েছেন তা একশো ভাগ সফল। খোলামেলা মত বিনিময়, সমালোচনা, সংশোধনের মধ্যে দিয়ে জেলা প্রশাসন যেন গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াচ্ছে।

বৈঠকের শুরুতেই দিদি উঠে দাঁড়িয়ে বললেন, আপনাদের সবার কাছ থেকে দু মিনিট সময় চেয়ে নিচ্ছি। আজ আলিপুরদুয়ারের জেলাশাসক নিখিল নির্মলের জন্মদিন। ওর জন্য আমি একটা কেক এনেছি। এই বলে তিনি কেকটা কেটে জেলাশাসককে খাইয়ে দিলেন। গম্ভীর প্রশাসনিক বৈঠক এক মুহূর্তে মানবিক হয়ে উঠলো। দিদি বললেন, সরকারি কাজ আছে, থাকবেও। তার মধ্যেই আসবে নানা বিশেষ দিন। আজ তেমনই একটা বিশেষ দিন। এই দিনগুলিকে আমরা ভুলে যেতে পারি না। আমি মনে করি আমরা সবাই মিলে একটা পরিবার। এই দিনগুলি পালনের মধ্যে দিয়ে আমাদের নিজেদের বন্ধনকে আরও দৃঢ় করতে হবে। শুধু আজকে নয়, এই কাজটা দিদিকে আমি বহুবার করতে দেখেছি। কীভাবে এত ব্যস্ততার মধ্যে এতসব খোঁজখবর রাখেন, প্রস্তুতি নেন তা ভেবে আমি অবাক হই।

আমার দীর্ঘ সাংবাদিক জীবনে অন্যের ব্যাক্তিগত মুহূর্ত ও দিনগুলিকে এভাবে মনে রাখা ও সন্মান দেওয়াটা আমি আর কোন রাজনীতিবিদদের মধ্যে দেখিনি। সাধারণ কর্মী থেকে প্রশাসক সবার জন্মদিন পালনে তাদের এত উৎসাহ থাকে না। দল ও প্রশাসনে কাজ, শৃঙ্খলা, পুরস্কার, তিরস্কার সবই থাকবে কিন্তু কোন মূল্যে মানবিক মূল্যবোধকে যে বাদ দেওয়া যাবে না তা আজ সকালে দিদির কাছ থেকে আবার আমি নতুন করে শিখলাম। আগামীকাল সকালে রাজ্যের দৈনিক পত্রিকা বা টিভি চ্যানেলগুলি এই জন্মদিন পালন নিয়ে কিছু লিখবে কিনা আমি জানি না। কিন্তু আমার কাছে মনে হয় এই ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে দিদির রাজনীতির একটা মানবিক মুখ ফুটে ওঠে যা অন্যান্য রাজনীতিবিদদের থেকে তাকে আলাদা করে দিয়েছে। দিদি মনে করেন, দলীয় এবং প্রশাসনিক ক্ষেত্রে তার সঙ্গে যারা কাজ করেন তেমন সব মানুষই তার বৃহত্তর পরিবারের অংশ। তাদের সুখে তিনি সুখী হন, তারা দুঃখ পেলে তিনিও গভীর দুঃখ অনুভব করেন। এই আত্মীয়তাবোধই তাকে তাদের জন্মদিন পালনে উৎসাহী করে তোলে।

অশোক মজুমদার

admin

Share
Published by
admin

Recent Posts

রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা: শনিবার রাতে যান চলাচল বন্ধ থাকবে

কলকাতা, ১৬ নভেম্বর ২০২৪:শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্টের উদ্যোগে আগামী শনিবার রাত থেকে রবীন্দ্র সেতু…

2 days ago

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে ট্যাব বিতরণের টাকা অন্য অ্যাকাউন্টে, তদন্তে সিট গঠন করল কলকাতা পুলিশ

‘তরুণের স্বপ্ন’ প্রকল্পে শিক্ষার্থীদের ট্যাব বিতরণের টাকা দুর্নীতির অভিযোগে উত্তাল পশ্চিমবঙ্গ। বহু ছাত্রছাত্রীর ট্যাবের টাকা…

3 days ago

দক্ষিণ ২৪ পরগনার নামখানায় আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল, বিজেপির বিক্ষোভে ধস্তাধস্তি

দক্ষিণ ২৪ পরগনার নামখানা ব্লক আজ উত্তাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। বিজেপির ডাকে…

3 days ago

বিহারের জামুইতে ভগবান বীরসা মুন্ডার জন্মবার্ষিকী উপলক্ষে জনজাতীয় গৌরব দিবসে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের জামুই জেলায় জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানে…

3 days ago

২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে

মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০শে নভেম্বর একদফায় নির্বাচনের জন্য প্রচারাভিযান এখন তুঙ্গে। ঐ একই দিনে নান্দেথ…

5 days ago

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তা

পাহাড়ে সফররত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দার্জিলিং-এর চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন ।আগামীকাল তিনি যাবেন…

5 days ago