বৌভাত খেতে এসে প্রাণ নিল  সেপটিক ট্যাঙ্ক


সোমবার,০৯/০৭/২০১৮
538

বাংলা এক্সপ্রেস---

বৌভাত খেতে এসে সেপটিক ট্যাঙ্কে পড়ে গিয়ে মৃত্যু হলো এক কন্যাযাত্রীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার ধুয়াডাঙি গ্রামে। মৃত ব্যাক্তির নাম সুরেশ চৌহান। তার বাড়ি বিহারের পূর্নিয়াতে। বিয়েবাড়ির অনুষ্ঠানে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হেমতাবাদের ধুয়াডাঙি গ্রামের বাসিন্দা অমরলাল চৌহানের নিজের বাড়িতেই গতকাল রাতে বৌভাতের অনুষ্ঠান ছিল। বৌভাতের অনুষ্ঠানে বিহারের পূর্ণিয়া থেকে কন্যাযাত্রীরা আসে। রাতে খাওয়া দাওয়া ও অনুষ্ঠান হয়ে যাওয়ার পর যে যার মতো শুয়ে পরেন।

আজ সকালে বাড়ির লোকেরা বাড়ির সোপ ট্যাঙ্কের জলে একজনকে পরে থাকতে দেখেন। খবর দেওয়া হয় হেমতাবাদ থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করলে জানা যায় মৃত ব্যাক্তির নাম সুরেশ চৌহান, তিনি বিহারের পূর্নিয়া থেকে কন্যাযাত্রী হিসেবে বিয়েবাড়িতে এসেছিলেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট