বাড়ির একটি ঘরের ভিতর থেকে ২৫ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধারকে ঘিরে এলাকায় আতঙ্ক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ছত্রপুর গ্রামে। গ্রামের বাসিন্দা বীরেন বর্মনের বাড়ির একটি ঘরের মাটির মেঝের গর্ত থেকে উদ্ধার হয়। খবর দেওয়া হয় রায়গঞ্জ পিউপিলসস ফর অ্যানিমেলস নামক স্বেচ্ছাসবী সংস্থাকে। তারা এসে ঘরের মেঝের গর্ত থেকে ২৫ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে নিয়ে যায়। সেগুলি তুলে দেওয়া হবে রায়গঞ্জ বন বিভাগের হাতে।
রায়গঞ্জের ছত্রপুরের বাসিন্দা বীরেন বর্মন গতকাল রাতেই তার বাড়ির একটি ঘরের মাটির মেঝেতে একটি গোখরো সাপের বাচ্চা দেখতে পান। সাপের আতঙ্কে সারা রাত জেগে বসে থাকেন তারা। আজ ঘরের ভিতরে মাটির মেঝতে জল ঢালতে শুরু করে বীরেন বাবু। মাটির মেঝেতে থাকা গর্তগুলো জলে ভরে গেলে এক্টির পর একটি সাপের বাচ্চা বেড়িয়ে আসতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায়। খবর দেওয়া হয় রায়গঞ্জের পশুপ্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা “রায়গঞ্জ পিউপিলস ফর অ্যানিমেলস কে। ওই সংস্থার সদস্যরা এসে গোখরো সাপের ২৫ টি বাচ্চাকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গিয়েছে গোখরো সাপের বাচ্চাগুলোকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে।
২৫ টি গোখরো সাপের বাচ্চা উদ্ধারকে ঘিরে এলাকায় আতঙ্ক
রবিবার,০৮/০৭/২০১৮
658
বাংলা এক্সপ্রেস---