২৮ তম রাজ্য তায়কন্ডো প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হল গত ৩০ থেকে ২ তারিখ


বৃহস্পতিবার,০৫/০৭/২০১৮
493

পল মৈত্র---

২৮ তম রাজ্য তায়কন্ডো প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হল গত ৩০ থেকে ২ তারিখে উপস্থাপনায় বর্ধমান তায়কোন্ডো অ্যাসোসিয়েশন।যেখানে ৬৪৫ জন প্রতিযোগী অংশ গ্রহন করেন । দক্ষিণ দিনাজপুর জেলা তায়কোন্ডো অ্যাসোসিয়েশন ১৫ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেছিল । যার মধ্যে
1. অনিক হাঁসদা ক্যাডেট বয়েজ ( অনুর্ধ ১৪ বছর ) আন্ডার ৩৭ কেজিতে স্বর্ণ পদক পেয়েছে,
2. রোহিত নুনিয়া জুনিয়র বয়েজ ( অনুর্ধ ১৭ বছর ) আন্ডার 51 কেজিতে স্বর্ণ পদক পেয়েছে,
৩.আদিত্য ভগৎ আন্ডার ( অনুর্ধ ১৭ বছর ) ৭৮ কেজিতে স্বর্ণ পদক পেয়েছে,
4. আন্ডার ৫১ কেজিতে শিপ্রা বর্মন সিনিওর গার্লস ( উর্দ্ধ ১৭ বছর ) আন্ডার ৪৯ কেজিতে ,
5. মধুরিমা দাস জুনিয়র গার্লস ( অনুর্ধ ১৭ বছর ) আন্ডার 42 কেজিতে রূপা পেয়েছে
6. সিনিয়ার বয়েস সায়ান্তন ঘোষ আন্ডার 68 কেজিতে রূপা পেয়েছে ,
7. বিকি প্রামাণিক সাব জুনিয়র ( আন্ডার ১২ বছর )বয়েস আন্ডার ২৭ কেজি তে এবং
8. সিনিয়ার বয়েস আন্ডার ৫৮ কেজি গ্রুপে ব্রোঞ্জ পেয়েছে কৃষ্ণপদ বর্মন । মোট 4 টি গোল্ড , ২ টি সিলভার, ২ টি ব্রোঞ্জ মেডেল পেয়েছে দক্ষিন দিনাজপুর জেলার প্রতিযোগিরা ।

বিভিন্ন গ্রুপের প্রথম স্থানাধিকারিরা পশ্চিম বাংলার হয়ে জাতীয়স্তরে প্রতিনিধিত্ব করবেন । এবিষয়ে, দক্ষিণ দিনাজপুর জেলা তায়কন্ডো এর কর্নধার দিবাকর মন্ডল বলেন, আমি ভীষন গর্বিত তায়কন্ডো প্রতিযোগিতার মাধ্যমে পুরস্কার এনে দিয়েছে ছাত্র ছাত্রীরা জেলার নাম উজ্বল ও আলোকিত করেছে সে কারনে আমরা খুব খুশি ও গর্বিত ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট