ফুরফুরা দরবার শরীফে হাজী সংবর্ধনা


বুধবার,০৪/০৭/২০১৮
545

কাজী হাফিজুল---

মোজাদ্দেদীয়া অনাথ ফাউন্ডেশনের উদ্যোগে হজ্জযাত্রীদের সংবর্ধনা ও দোওয়ার মজলিস অনুস্ঠিত হয়। ফুরফুরা দরবার শরীফ তহা সিদ্দিকীর নতুন বাড়িতে। প্রায় এক হাজার নতুন হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় । এই পবিত্র সভায় উপস্হিত ছিলেন মোজাদ্দেদীয়া অনাথ ফাউন্ডেশনের কর্নধার ও অলইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোডের সদস্য পীরজাদা আলহাজ্ব ত্বহা সিদ্দিকী, পীর হাফেজ মাওলানা সেগবাতুল্লাহ সিদ্দিকী, পীরজাদা সওবান সিদ্দিকী,পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মি সমিতির মুখপত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, মোজাদ্দেদীয়া অনাথ ফাউন্ডেশনের হাড়োয়া শাখার সম্পাদক ও পশ্চিমবঙ্গ ইমাম মোয়াজ্জীন সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব হাফেজ আজিজউদ্দিন, নাবাবিয়া মিশনের সম্পাদক আলহাজ্ব সাহিদ আকবার, আল আমিন হজ্ব সেবা সমিতির কর্নধার হাজী মসিয়ুর রহমান ,সমাজসেবী আলী হোসেন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবগরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট