“ভাঙড় বাঁচাও কমিটি”‘ র পথ চলা শুরু


বুধবার,০৪/০৭/২০১৮
781

কাজী হাফিজুল---

“উন্নয়ন চাই রাস্তা চাই , ভাঙড়বাসী শান্তি চাই”.কয়েকদিন ধরে ফেসবুক,হোয়াটস অ্যাপ ঘোরাফেরা করছিল এই পোষ্ট’টি । বুধবার বিকেলে সাতুলিয়া চৌমাথায এক কক্ষে কয়েক জন তরুণ- যুবক মিলে নতুন “ভাঙড় বাঁচাও কমিটি ” পথ চলা শুরু করল । যাদের দাবি মূলত ভাঙড়কে নতুন করে ঢেলে সাজাবে। কমিটির সম্পাদক সাকিরুল ইসলাম বলেন, “আমাদের দীর্ঘ দিন ধরে রাস্তাঘাট কোন কাজ হচ্ছে না,একাধিক বার বলার সত্বেও কোন কাজ হচ্ছে না।তিনি এও বলেন,”আজ থেকে শুরু আগামী দিনে আরও বড়ো ধরনের বিক্ষোভ ,সমাবেশ শুরু হবে ”

আর এক নেতা মোস্তাফিজুর রহমান বলেন , “ভাঙড়ের এত নেতা, যে যার আখের গোছাতে ব্যস্ত কাজের কাজ কিছুই হচ্ছে না ।”  এছাড়া উপস্থিত ছিলেন আবু সাঈদ মোল্লা ,উসমান আলি কারিমুল ইসলাম, মহিবুর খান,জাহাঙ্গীর হোসেন প্রমুখ ব্যক্তিবগ ।

https://youtu.be/x67wWwCSjac

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট