ব্রীজ মেরামতের দাবিতে পথ অবরোধ BJP এর


বুধবার,০৪/০৭/২০১৮
783

বাংলা এক্সপ্রেস---

ব্রীজ মেরামতের দাবিতে পথ অবরোধ করলো BJP এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি । আজ সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP এর জেলা নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা । BJP এর জেলা সভাপতি শমীক দাস অভিযোগ করেন, গড়বেতার আমলাশুলী থেকে গোয়ালতোড় যাওয়ার পথে মানিকদীপার কাছের ব্রীজটি দীর্ঘ ২/৩ বছর ধরে ভগ্নাব্স্থায় রয়েছে ।

সাধারণ মানুষের অভিযোগ, প্রতিবছর দুর্গাপূজার সময় ব্রীজটির দুপাশে একটু মোরাম ফেলে দেওয়া হয় । ব্যাস, তাছাড়া আর কিছু করা হয়না । বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মিলে না । তাই আজ আমলাশুলী, হুমগড় এলাকার বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে মানিকদিপা এলাকায় । শমীক বাবুর অভিযোগ, এই ব্রীজ এখানকার অন্যতম সংযোগকারী ব্রীজ । এখানকার মানুষ দেখে প্রতিবছর দূর্গাপূজার সময় ইট দিয়ে চিপিং হয় । আর আমি নিশ্চিত, প্রতিবছর ঐ চিপিং এর মাধ্যমে নতুন ব্রীজ তৈরীর অর্ধেক টাকা তৃণমূলের যারা গুন্ডাবাহিনী আর হার্মাদবাহিনী তারা লুঠপাট চালাচ্ছে । এই ব্রীজের এমনই অবস্থা, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে । এব্যাপারে বহুবার আবেদন নিবেদন করা হয়েছে । কিন্তু কেউ কর্ণপাত না করায় আজ আমরা প্রতীকী পথ অবরোধ করলাম । যাতে এই ব্রীজ নতুন করে তৈরী করা হয় ।

https://youtu.be/KP1H74EXqwk

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট