পূর্ব বর্ধমান কাটোয়া ২নং ব্লকে শ্রীবাটি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে বর্ষার বৃষ্টির জল হলেয় মাটির রাস্তা কাদা হয়ে যায়,এই রাস্তায় দিয়ে কয়েকশো গ্ৰামবাসীদের যাতায়াতের করে সমস্যা হয়ে পড়ে। গ্ৰামবাসীরা পঞ্চায়েতের রাস্তার অসুবিধা কথা জানালে পঞ্চায়েতের আশ্বাস দেন রাস্তাটি সংস্কার করা হবে বলে জানান। বুধবার সকাল থেকে পঞ্চায়েত উদ্যোগে ১০০দিনের কাজ চলছে রাস্তা সংস্কার সাথে বর্ষার বৃষ্টির জল যাতে না জমে যায় তার জন্য জল পাস করার জন্য ড্রেন থেকে মাটি কাটা হয়েছে, ৫০জন আদিবাসী সমাজে মানুষ ও মহিলাদের দ্বারা কাজ করানো হচ্ছে। পঞ্চায়েতের এইরকম উদ্যোগে সুভেচ্ছা জানিয়েছেন গ্রামবাসীরা।
প্রবল বর্ষণে নন্দীগ্রামের রাস্তা অচল
বুধবার,০৪/০৭/২০১৮
500
রাহুল রায়---