কলকাতার বুকে একটুকরো ব্রাজিল


মঙ্গলবার,০৩/০৭/২০১৮
2052

বাংলা এক্সপ্রেস---

কেউ নেইমার,আবার কেউ মেসি,অনেক রোনাল্ড ভক্ত। রাশিয়ায় বিশ্বকাপ এর ঝড় আছড়ে পড়েছে কলকাতার বুকে। একের পর এক টিম গ্রুপলিগের ম্যাচ থেকে বিদায় নেওয়ার পর ব্রাজিল সমর্থক রা বিশ্বকাপ জয়ের আশায় বুক বেধেছেন। ব্রাজিল দলের মধ্যে রয়েছে তারকা খোচিত ফুটবলার। তাদের যুগলবন্দী মাঠে নজর কেড়েছে দর্শকদের। একের পর এক জয়ের পর কলকাতাবাসী ব্রাজিল এর জন্য রাতজাগছে। শহরতলী বিভিন্ন জায়গায় ছেয়ে রয়েছে ব্রাজিলের পতাকা। সবমলিয়ে কলকাতার বুকে একটুকরো ব্রাজিল। শিশু থেকে যুবক একিভাবে গলাফাটাচ্ছে ব্রাজিলের জন্য। এবার কি ব্রাজিল বিশ্বকাপ ছিনিয়ে নিতে পারবে তা সময় বলবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট