ঘোড়িয়াল উদ্ধার ঘিরে চাঞ্চল্য।ঘটনাটি ঘটে চন্দ্রকোনা টাউনের জাড়া এলাকায়। স্থানীয় সুত্রে জানাযায় সোমবার সকালে জাড়া স্কুল মাঠে একটি চার পায়ে বড়ো প্রানী দেখে এলাকায় চাঞ্চল্য দেখাদেয়।জাল দিয়ে প্রানীটিকে ঘিরে রাখে এলাকাবাসী। খবর দেওয়া হয় বনদফতরের দাসপুর বিট অফিসে। দাসপুর বনদফতরের কর্মীরা এসে উদ্ধার করে বস্তা বন্দী করে নিয়ে য়ায় প্রানীটি।বনদফতর সুত্রে জানাযায় জাড়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে ৬ ফুট লম্বা একটি ঘোড়িয়াল।
৬ ফুট লম্বা ঘোড়িয়াল উদ্ধার পশ্চিম মেদিনীপুরে
সোমবার,০২/০৭/২০১৮
899
বাংলা এক্সপ্রেস---