ডেঙ্গু প্রতিরোধে পথে নামলেন ভাঙড়ের মানুষজন। বর্ষাকাল শুরু হতেই বিভিন্ন জায়গায় জল জমতে শুরু করেছে। আর সেই জমা জলে মশারা ডিম পেড়ে বংশ বিস্তার করবে। ফলে বাড়বে ম্যালেরিয়া, ডেঙ্গুর মত মশাবাহিত রোগ। তাই এই ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রতিরোধ করতে পথে নামলেন ভাঙড় ২ ব্লকের ভোগালি গ্রাম পঞ্চায়েতের কর্মী থেকে সাধারণ মানুষজন। ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোদাসসের সেখ ও ভাঙড় ২ ব্লকের জয়েন্ট বিডিও পার্থ রায়। এদিন এলাকায় সাধারণ মানুষকে নিয়ে একটি সচেতনতা মূলক র্যালির পাশাপাসি এলাকায় মশা মারার ওষুধ স্প্রে ও করা হয়। পাসাপাশি এই এলাকার মানুষ যাতে তাদের চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখেন সেদিকে ও নজর দিতে অনুরোধ করা হয় পঞ্চায়েতের তরফ থেকে।
ডেঙ্গু প্রতিরোধে পথে নামলেন ভাঙড়বাসী
শনিবার,৩০/০৬/২০১৮
563