ভারতের প্রাচীনতম বাংলার ঐতিহ্যশালি মাহেশের জগন্নাথদেব এর স্নানযাত্রা অনুস্টিত হল হুগলি নদীর তীরে একটি ঐতিহাসিক ও বিখ্যাত নগর হল শ্রীরামপুর এর মাহেশ। বাংলা তথা ভারতের ঐতিহ্যময় জগন্নাথদেবের স্নান যাত্রা আজ। মাহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা পিছনে রয়েছে ইতিহাস।আজ মাহেশের জিটি রোডের বোসপাড়া বাজারের নিকট জগন্নাথ দেবের গৃহে স্নানযাত্রা হয়। অগুনিত ভক্তের সমাগম ঘটে আজ।এই রথযাত্রা জনপ্রিয়তা আজ লোকমুখে শোনা যায়।
রাধারানী উপন্যাসে মাহেশের রথযাত্রা বিস্ময়কর বর্ননা রয়েছে। রামকৃষ্ণ পরমহংস দেব,সারদা দেবী, এই রথের মেলা পরিদর্শনে আসেন বলে শোনা যায়। বর্তমানে রথটি প্রায় ১২৯ বছরে পুরানো সে জুগে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলি দেওয়ান কৃশ্নচন্দ্র বসু রথটি বানিয়েছিলেন। রথটিতে রয়েছে ১২ টি লোহার চাকা ও ২ টি তামার ঘোড়া। ইতিহাস বলছে পুরীতে যাওয়ার পথে জগন্নাথ মন্দিরে এসেছিলেন চৈতন্যদেব। তিনি মাহেশকে নব নীলাচল আখ্যাদেন।বহু ইতিহাসের সাক্ষী এই রথযাত্রা। স্নানযাত্রা দিনে প্রচুর দুধ গঙ্গা জলে স্নান করা হয় জগন্নাথদেব কে।