মরন বাঁচন ম্যাচে রুদ্ধশ্বাস জয় পেলো আর্জেন্টিনা


বুধবার,২৭/০৬/২০১৮
1992

বাংলা এক্সপ্রেস---

এদিন ম্যাচে জ্বলে উঠতে দেখা যায় আর্জেন্টিনা সকল তারকা ফুটবলার দের। যার দিকে তাকিয়ে ছিলো গোটা বিশ্ব সেই লিওনেল মেসি প্রথম গোলটি করেন।উচ্ছাস মাঠ জুড়ে। সমর্থক দের চিৎকার সাথে বাঁ পায়ের ম্যাজিক ফুটে উঠল মহাতারকার পায়ে। এত দিনের অপেক্ষার অবসান। মেসির পায়ে গোল দেখতে এদিন রাত জেগে বসেছিলেন হাজার হাজার সমর্থক। প্রথম অর্ধের খেলার শেষ এ ফলাফল ছিল ১-০। দ্বিতীয় অর্ধে নাইজেরিয়া দল একটি গোল করে দলে সমতা ফেরান।টানটান ম্যাচ একদিকে আর্জেন্টিনা কাছে এটি ছিল শেষ সুযোগ, একের পর এক প্লেয়ার তখন মাঝমাঠ থেকে বল নিয়ে আক্রমণ সানাচ্ছে।

শেষ মেশ ৮৬ মিনিটের মাথায় আসে ২য় গোল।বাঁধভাঙা উচ্ছাসে ভেঙে পড়ে আর্জেন্টিনা বাসি। এক রুদ্ধশ্বাস জয় দেখল ফুটবল বিশ্ব। মেসির ম্যাজিক দেখাগেল নীলসাদা আকাশে।গোটা আকাশ যেন সাক্ষী এই ম্যাচের।সাম্পাওলি চেহারা বদলে গেল নিমেশে। আর্জেন্টিনা দলের প্লেয়ার দের বেশ ছন্দে দেখা যায় এদিন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট