ভাঙড়ে পথ দুর্ঘটনা মৃত গৃহবধূ


মঙ্গলবার,২৬/০৬/২০১৮
565

কাজী হাফিজুল---

ভাঙড়ের চন্দনেশ্বর পথ দুর্ঘটনায় বেবিযা বিবি(২৫ )নামে এক গৃহবধূ মারা যান ।তিনি তাঁর স্বামী ওসমান মোল্লার বাইকে কাশিপুরের সাতুলিয়া গ্রামে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি ভাঙড়ের জালালাবাদ যাচ্ছিলেন এবং সঙ্গে দুই সন্তান ছিল । পথিমধ্যে চন্দনেশ্বর বাজারে কাছে লড়ি ধাক্কা মারলে বেবিযা ছিটকে পড়ে যায় আর মাথার উপর দিয়ে চাকা চলে যায। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয।

স্থানীয় সুত্রের খবর, পোবল বৃষ্টিতে বাইক সামনে গর্ত বাচাতে গিয়ে পিছন দিক থেকে আসা লরি ধাক্কা মার।মহিলা পরে যায়।সন্তান দুটি আহত তাঁরা চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, “ঘাতক লরিটি আটক করা হয়েছে ।চালকের ও খালাসির খোঁজে তল্লাশি চলছে ।

ভিডিও: সাইফুদ্দিন

https://youtu.be/TZ8jpjt8RxY

ভিডিও: সাইফুদ্দিন

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট