বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ধিক্কার মিছিল করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদ । সোমবার রায়গঞ্জ শহরের কলেজ মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত ধিক্কার মিছিল করা হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালযের তৃণমূল ছাত্র পরিষদের নেতা দিপক মিশ্র ।
দিপক মিশ্র বলেন, ” বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের অপশাসনের ফলে দেশ জুড়ে মারাত্মক ভাবে পেট্রল ডিজেল ও রান্নার গ্যাসের দাম বেড়েছে। ফলে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। এই অবস্থায় কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে ছাত্র পরিষদ থেকে আমরা ধিক্কার জানাচ্ছি
এই সব নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের মূল্য বৃদ্ধির জন্য ।
আজ তাই এর বিরুদ্ধে একটি প্রতিবাদ মিছিল বের করি । এই মিছিলটি রায়গঞ্জ কলেজ মোড় থেকে ঘড়ি মোড় পর্যন্ত পরিক্রমা করে ।
আজকের প্রতিবাদ মিছিলে প্রায় 3 হাজারের ও বেশী ছাত্র ছাত্রী যোগদান করেন । দিপক বাবু জানান তৃণমূলের প্রতি মানুষের যে ভালোবাসা , দিদির প্রতি সাধারন মানুষের যে আস্তা রয়েছে , তা বার বার প্রমান করছে এ রাজ্যের সাধারন মানুষ ।