কমলা কেমন আছে


সোমবার,১৮/০৬/২০১৮
1973

ফারুক আহমেদ---

গৌরকিশোর ঘোষ সমাজ ও মানুষ সম্পর্কে আজীবন গভীর ভাবনা-চিন্তা করেছেন। এই বছর তাঁর পঁচানব্বইতম জন্মদিন। সেই উপলক্ষে গৌরকিশোর ঘোষে-এর দুই কন্যা সাহানা নাগচৌধুরী ও সোহিনী ঘোষ এবং তাঁর পুত্র ভাস্কর ঘোষ উদ্যোগ নিয়ে আগামী ২০ জুন, ২০১৮, বুধবার, সন্ধ্যা ৬.৩০এ রোটারি সদনে একটি আলোচনা সভার আয়োজন করেছেন।

শিরোনাম : ‘ কমলা কেমন আছে’। এই সভায় মূল্যবান বক্তব্য রাখবেন শ্রীমতী কৃষ্ণা বসু, শ্রীমতী রুচিরা গোস্বামী, শ্রীমতী জাকিরুন বিবি। সভামুখ্য হিসেবে উপস্থিত থাকবেন শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী। সংগীত পরিবেশন করবেন শ্রীমতী অমিতশ্রী ভট্টাচার্য ও সঞ্চারী গোস্বামী। সকলের উপস্থিতি সভাটি প্রাণবন্ত করে তুলবে। বাংলার দুই সম্প্রদায়ভুক্ত মানুষের মিলন প্রয়াসে আজীবন কলম ধরেছিলেন বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক গৌরকিশোর ঘোষ। বাংলার সাংবাদিক মহলে ও সাধারণ মানুষের জীবনের চলার পথে গৌরকিশোর ঘোষকে নিয়ে চর্চা এই মুহূর্তে বড় জরুরি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট