নয়াগ্রামের কালুয়াষাঁড় জঙ্গল থেকে উদ্ধার আহত হরিন


রবিবার,১৭/০৬/২০১৮
961

কার্ত্তিক গুহ---

নয়াগ্রামের কালুয়াষাঁড় জঙ্গল থেকে উদ্ধার আহত হরিন৷ নয়াগ্রামের কালুয়াষাঁড় জঙ্গলে কুকুরের তাড়া খেয়ে জঙ্গললাগোয়া নিমাইনগর গ্রামে ঢুকে পড়ে আহত হরিন ৷ গ্রামবাসিরা আহত হরিনটিকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দেয়৷ বনদপ্তর সূত্র থেকে পাওয়া খবর হরিন টি অসুস্থ আছে সুস্থ হয়ে গেলে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে ৷

https://youtu.be/nRFE4CAGyZQ

এক গ্রামবাসী জানান শনিবার বিকেল বেলায় বাড়ির সামনে বারান্দায় বসে ছিলাম হঠাৎ একটা আওয়াজ শোনা যায় ,তারকিছুক্ষনের মধ্যে একটা হরিন ছুটে আসে আমার বাড়ির দিকে ,হরিন টির পিছনে ৮ থেকে ১০ টি কুকুর পিছনে তারা করছিল ,হঠাৎ হরিনটি আমার বাড়ির সামনে পড়ে যায় ৷ পড়ে যেতেই কুকুর গুলি হরিন টিকে ধরে ফেলে ৷ তারপর আমরা হরিনটিকে উদ্ধার করি ৷ নয়াগ্রাম বনদপ্তরে খবর দেওয়া হলে ,বনদপ্তর হরিন টিকে উদ্ধার করে নিয়ে জায় ৷ অসুস্হ হরিন টির চিকিৎসা চলছে ৷

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট