দিশারী সোস্যাল গ্ৰুপের পরিচালনায় গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ


বৃহস্পতিবার,১৪/০৬/২০১৮
661

বাংলা এক্সপ্রেস---

প্রতি বছরের মত এবার ও ঘুনিমেঘী দিশারী সোস্যাল গ্ৰুপের পরিচালনায় গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হল । উপস্থিত ছিলেন ভাঙ্গড়ের উন্নয়নের কান্ডারী তথা নতুন ভাঙ্গড় গড়ার কারিগর মাননীয় কাইজার আহমেদ মহাশয়, ঘুনিমেঘী দিশারী সোস্যাল গ্ৰুপের সভাপতি জিয়িরুল ইসলাম, আব্দুল ওহাব মোল্যা, হাজী ছায়েদ মোল্যা সহ অন্যান্য সদস্য বৃন্দ ।

কাইজার সাহেব বলেন, এইভাবে যদি আমরা প্রতিবেশিদের পাশে দাঁড়াই তাহলে এই বৃহত্তম সমাজে, গরিব ও দুস্থ মানুষ থাকবেনা সমস্ত মানব জাতির মধ্যে সমতা ফিরে আসবে। সমাজে গরিব ধনী বলে কিছুই থাকবেনা।  সভাপতি বলেন, আমরা এই মহতী দিনে ভাঙ্গড়ের রুপকার কে পেয়ে গবি’ত । আমাদের প্রতিটি সদস্যদের কাজের উৎসাহ বাড়ল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট