মুক্তি পেল শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুরের প্রথম সিনেমা “ধড়ক” এর ট্রেলার। করন জোহর প্রযোজিত শশাঙ্ক খেতান পরিচালিত এই ছবিতে তার পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে ইশান খট্টর কে।
ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহ্নবীর ছোট বোন খুশি, বাবা বনি কাপুর ছাড়া উপস্থিত ছিলেন অনিল কাপুর, হর্ষবর্ধন কাপুর, সঞ্জয় কাপুরের মতো তারকারা। নিজের এমন স্মরণীয় মুহূর্তে মাকে কাছে না পেয়ে কেঁদে ফেললেন জাহ্নবী।এইদিন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে এসে ছবির সম্পর্কে অজানা এক কাহিনী শোনালেন শ্রীদেবী কন্যা।
ছবির ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সাংবাদিক দের তরফে জাহ্নবী কে প্রশ্ন করা হয়েছিল নিজের প্রথম ছবি তার মাকে উৎসর্গ করতে চান তিনি? মায়ের প্রসঙ্গ উঠতেই চোখের কোনে জল চিকচিক করে ওঠে নবাগতার। কিছু বলার আগেই গলা ধরে যায় তার। শুধু জানান এখনও খুব মিস করেন মা কে।পরিশ্রম এবং চরিত্রের প্রতিটি ইমোশন অনুভব করো মেয়েকে অভিনয় প্রসঙ্গে এমনটাই টিপস দিয়েছিলেন শ্রীদেবী। তা এই জনসমক্ষে প্রকাশ করলেন তার মেয়ে। দিদিকে ক্রমশ আবেগী হয়ে যেতে দেখে তাকে জরিয়ে ধরে বোন খুশি। আগামী ২০ শে জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।