বোনকে ধর্ষনের চেষ্টায় গ্রেপ্তার দাদা


রবিবার,১০/০৬/২০১৮
567

বাংলা এক্সপ্রেস---

বোনকে ধর্ষনের চেস্টার অভিযোগে গ্রেপ্তার দাদা। এই ঘটনাটি শনিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার জেলার ইসলামপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের আমবাগান কলোনিতে ঘটেছে। পরিবারের তরফ থেকে অভিযোগ জানাতেই রবীবার সকালে পুলিশ তল্লাশি চালিয়ে তীল ক্ষেত থেকে অভিযুক্ত কমল মাহালদারকে গ্রেপ্তার করে। এই ঘটনায় গোটা ইসলামপুরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানাগিয়েছে, কমল মাহালদার ভীন্ন জেলায় শ্রমিকের কাজ করে। সম্প্রতি সে বাড়ি ফিরেছে।

বাড়িতেই ৮ বছর বয়সী কাকাতো বোনকে কয়েকদিন থেকেই বিস্কুট,চকলেটের লোভ দেখিয়ে নিজের ঘরে নিয়ে যেত। কিন্তুু কাল সন্ধ্যায় বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে পাসের বাড়ি থেকে বোনকে ডেকে এনে নিজের ঘরের মধ্যে নিয়ে গিয়ে হাত ও মুখ চেপে ধরে ধর্ষনের চেষ্টা করে। প্রতিবেশি এক মহিলা ওই মেয়েটার খোজে বাড়িতে আসলে হাতে নাতে ধরা পরে। কিন্তুু সেখান থেকে অভিযুক্ত যুবক পালিয়ে যায়।পরিবার সূত্রে জানাগিয়েছে যে,ধর্ষিতা শিশুর সঙ্গে অভিযুক্ত কমল মাহালদার কাকাতো ভাইবোনের সম্পর্ক। শিশুটির বয়স ৮ বছর। শিশুটি আমবাগান কলোনি প্রাইমারী স্কুলের ক্লাস ২ এর ছাত্রী। এই ঘটনার পর থেকেই যন্ত্রনায় ছটফট করচ্ছে। আতঙ্ক ঘিরে ধরেছে তাকে। স্থানীয় জানাগিয়েছে যে,ধৃত যুবক এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে সেক্ষেত্রে থানায় অভিযোগ হয়নি। পাড়াতেই মিটমাঠ হয়েছে এই জঘন্য কাজের জন্য স্থানীয়রা কঠোর শাস্তির দাবী করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট