বাজারে বিক্রি হওয়া স্যানিটারি ন্যাপকিনের থেকে কম মূল্যের ন্যাপকিন তৈরি করল মহিলা সমবায় সমিতি “আলো”। সরকারি প্রতিষ্ঠান মঞ্জুষার মাধ্যমে এই স্যানিটারি ন্যাপকিন বাজারে বিক্রি করা হবে। গতকাল জেলাশাসকের দপ্তরে এই সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
গ্রামাঞ্চলে এখনও স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না অনেক মহিলাই। যার অন্যতম কারণ দাম। ফলে বাড়ছে নানা রোগ। বছর দুয়েক আগে মহিলাদের নিয়ে তৈরি হওয়া আলো সমবায় সমিতি স্যানিটারি ন্যাপকিন তৈরির উদ্যোগ নেয়। ফেমসেক নামে ওই স্যানিটারি ন্যাপকিন বের করে তারা।
সংস্থার তরফে জানানো হয়েছে, বাজারে বিক্রি হওয়া স্যানিটারি ন্যাপকিন ১০ টার দাম ৭০ থেকে ৭৫ টাকা। সেখানে আলোর তৈরির ফেমসেক স্যানিটারি ন্যাপকিন ১০ টার দাম ৪৫ থেকে ৫০ টাকা। এবিষয়ে সম্পাদিকা গার্গী লাহিড়ি বলেন, আলো তৈরি হয়েছে মহিলাদের নিয়ে কাজ করার জন্য। প্রথম থেকেই তারা স্যানিটারি ন্যাপকিন তৈরিতে উদ্যোগী হয়েছিল। কম দামে মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দিতে প্রথম থেকেই সচেষ্ট ছিল তারা। সরকার ও জেলা প্রশাসনের সহযোগিতায় যা সম্ভব হল।