তিনদিনব্যাপী ‘এপার-ওপার’ কবিতা উৎসবের শুরু হল গতকাল, আট জুন, বাংলা আকাদেমি ও জীবনানন্দ সভাঘরে। এই সময়ের উল্লেখযোগ্য কবিরা কবিতা পড়লেন। বাংলা আকাদেমিতে কবিদের মধ্যে ছিলেন মৃণাল বসুচৌধুরী, কমল চক্রবর্তী, সুধীর দত্ত, কৃষ্ণা বসু, রণজিৎ দাশ, মৃদুল দাশগুপ্ত, সুব্রত সরকার, অঞ্জলি দাশ, সুতপা সেনগুপ্ত প্রমুখ। কবিতা পড়লাম আমিও। সঞ্চালনা করলেন চৈতালি চট্টোপাধ্যায়।
শেষে ছিল আলোচনা– ‘বর্তমান সমাজ ও সংস্কৃতিতে সোশ্যাল মিডিয়ার প্রভাব’। আলোচক সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়, মনোজিত মন্ডল ও অংশুমান কর।
সুমন তাঁর দীর্ঘ আলোচনায় সাম্প্রতিক সময়ে ডিজিট্যাল বিপ্লবের প্রভাব নিয়ে চমৎকার বললেন। সবশেষে তাঁর স্বীকারোক্তি,’সংবাদপত্রের নিরপেক্ষতা এখন সোনার পাথরবাটি।’ সেখানে স্বাধীনতা বলেও কিছু নেই। সবটাই নির্ভর করে সরকারি বিজ্ঞাপন আর কর্পোরেট পুঁজির মালিকদের উপর। এই উৎসব আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকেই অসংখ্য সাধুবাদ।