শনিবার বৃষ্টির কারনে জলের তোরে ভেঙ্গে পরলো কৃষি জল সম্পদ দপ্তরের সুইজ গেট। ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ঘেরা গ্রাম এলাকায়। জানা গিয়েছে ঘেরা গ্রাম এলাকায় ক্যানেলের উপর থাকা সরকারি সুইজ গেটটি জল ধারণ করে রাখে। ফলে এলাকার কৃষকরা ক্যনেলের জলাশয় থাকে জল নিয়ে কৃষি কাজে ব্যাবহার করেন। কিন্তু শুক্রবার রাতে থেকে প্রবল বৃষ্টি হলে মাঠে ঘাটের জল নামতে থাকে কেনেলে। এর ফলে ধসে পড়ে ক্যনেলের প্রাচীর। এই বিষয়ে এলাকার বাসিন্দা জয়নাল আলম বলেন, শুক্রবার থেকে রাতে প্রবল বৃষ্টির কারনে আসে পাশের মাঠের জল নামতে থাকে ক্যনেলে।
ফলে জলের চাপে শনিবার সুইজ গেটটি ভেঙে যায়। ফলে গেটের ওপার দিয়ে জল যাওযার ফলে মাঠের কৃষি জমি খতির মুখে পরছে। অনেক ফসল জলের নিচে চলে গেছে ফলে অনেক কৃষক কে ক্ষতির মুখে পরতে হল। এদিন সকাল হতেই সুইজ গেট ভাঙ্গার কথা শুনে আসে পাশের লোকজন সুইজগেটে এসে ভির জমাতে থাকেন