প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল জীবনের পথ কি মোড় নেবে সে জানে কোন জন


শুক্রবার,০৮/০৬/২০১৮
1040

শুভ বিশ্বাস---

আজ উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল। শুরু হল নতুন পথ চলা,কেউ পেলো সেরা শিরোপার মুকুট,আবার কেউ কিছু নাম্বারের জন্য প্রথম একাদশে জায়গা পেল না। কেউ বা আবার সারাবছরের পরিশ্রমের এর মুল্য পেল,আবার কেউ পেল না। তবে বলতে হয় এটি জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা।তাই অনেকে সাফল্য পায় আবার অনেকে পায় না। হয়ত যে ছেলেটা তার দারিদ্রতা কে সাথে করে তার অন্তবিহীন পথ চলা সুগম করল আবার কেউ খারাপ ফলাফলের জন্য ফিকে হয়ে যাওয়া মন নিয়ে ঘরের কোনে বসে আছে। হারিয়ে যাবে হাজার বন্ধুর গ্রুপ,হারিয়ে যাবে নানান স্ম্রিতির দিনগুলো। বিদ্যালয় দিনের শেষ এ সবাই বেছেনেবে নিজের পছন্দের কলেজ।

এত দিনের সহপাঠী সাথে এই হয়ত দেখাহবে শেষ বার। হারিয়ে যাবে সেই নীল আকাশের দিকে তাকিয়ে থাকা আনমোনা ক্লাসরুম। মনের কোনে হয়ত বাসা বাধবে জীবনে নতুন কে পাওয়ার আনন্দ। তবে জীবনের এক সময়ে এক এক টি পরিবেশে বিদায় জানাতে হয়,আগমন হয় নতুনের। জীবনের ক্যারিয়ার নিয়ে ব্যাস্ত হবে সবাই,শুরু হবে ক্যারিয়ার কাউন্সিলিং। শুধু তাই নয় স্কুল জীবনে নিত্যদিন এর চেনামুখ গুলো হয়ত হারিয়ে যাবে আর ফিরবে না কোন দিন। ব্যাস্ত সময় থমকে যাবেনা আর। সাক্ষী থাকবে এই ক্লাসরুম।উচ্চমাধ্যমিক এর সকল ছাত্রছাত্রী কে জানাই বাংলা এক্সপ্রেস এর তরফ থেকে প্রীতি ও শুভেচ্ছা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট