॥ বাঁশিওয়ালা ॥
ওগো বাঁশিওয়ালা !
বাঁশি বেয়ে পথ এঁকে তাকাও এ’দিকে,
আমি দাঁড়িয়ে আছি মোহনায়
সব-হারানো জোছ্ নায় ।
কেনো ডাকো আধো রাতে
মরণ থেকে ফিরতি স্রোতে ?
সর্বনাশা নেশায়
কেনো বাজাও উদারায়
মন ভোলানো গান,
কেনো বাজাও মুদারায়
জ্বালা ধরা অপমান,
আর আশমানী তারায়,
ছল ভরা উড়ান ?
ওগো সাথী !
ঝড় তুলে লহরে…
জ্বেলেছো কি দ্রোহ সন্ত্রাস ভোরে,
রচেছো কি পথ নিয়ম ভাঙার নিয়োজনে
মেনেছো কি প্রেম রাধামনের উচাটনে ?
বাঁশিখানা মিথ্যে করে
তুমি তো সেই গেলে চলে
ঘাসগন্ধ ভোরে ।
ওগো বাঁশিওয়ালা !
হলুদ নদীর পারে,
তুমি কি কারোর ছিলে,
তুমি কি কারোর হ’লে ?
সুনন্দা হালদার ॥