বাংলা এক্সপ্রেসের খবরের জেরে উত্তর দিনাজপুর জেলার হতদরিদ্রের পাশে দাঁড়ালো এক সহৃদয় ব্যক্তি


সোমবার,০৪/০৬/২০১৮
1300

পিয়া গুপ্তা---

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ধন কোল গ্রাম পঞ্চায়েতের পূর্ব দুর্গাপুর গ্রামের ৯৫ বছরের হতদরিদ্র কাঞ্চ বালার পাশে দাঁড়ালো উত্তর ২৪পরগনার এক সহৃদয় ব্যক্তি। হত দরিদ্র মহিলাকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলা এক্সপ্রেস পোর্টালের খবরের জেরে।রবিবার সেই ব্যক্তি কালিয়াগঞ্জের বাংলা এক্সপ্রেসের সাংবাদিক কে ফোনে জানান তিনি বাংলা এক্সপ্রেসের পোর্টালে হতদরিদ্র কাঞ্চ বালার খবর দেখে বিস্মিত হয়েছেন। পশ্চিমবঙ্গে নাকি উন্নয়নের বন্যা বইছে। তাহলে এই ৯৫ বছরের বৃদ্ধা সরকার থেকে কেন আজ পর্যন্ত কোন সাহায্য পায়নি? এই মহিলা যদি সাহায্য না পায় তাহলে সরকার কাদের জন্য এই সমস্ত সরকারি অর্থ ব্যয় করছে?

তিনি রবিবারই বাংলা এক্সপ্রেসের এক সাংবাদিকের এ .টি. এম এর মাধ্যমে অর্থ পাঠিয়ে দিলে বিকেলে কালিয়াগঞ্জের ধন কোল গ্রামের পূর্ব দুর্গাপুর গ্রামে গিয়ে বিশিষ্ট সাংবাদিক তপন চক্রবর্তী কাঞ্চ বালার বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য তার হাতে দিলে সে অবাক হয়ে যায়। তপন চক্রবর্তীর সাথে উপস্থিত ছিলেন আকাশবাণী ও দুরদর্শনের সাংবাদিক তন্ময় চক্রবর্তী ও বাংলা এক্সপ্রেস পোর্টালের সাংবাদিক পিয়া গুপ্তা। বৃদ্ধার বাড়ি থেকে উত্তর ২৪ পরগনার সেই সহৃদয় ব্যক্তির সাথে কথা বলিয়ে দিলে কাঞ্চ বালা তাকে ফোনে বলে ” সোনা বেটা তুই কতদূর থেকে আমার জন্য টাকা পাঠিয়েছিস? তোর পাঠানো টাকা আমাকে এত দূরে এসে দিয়ে গেল। সরকার থেকে আমাকে সাহায্য না দিলে কি হবে ! তোর মত সোনা বেটা আমার তো আছে।আর তো কটা দিনের আমার জীবন। আমার আবার চিন্তা কিসের ! বেটা তুই অনেক বড় হবি। আমার আশীর্বাদ তোর জন্য সবসময় থাকবে বাবা।” পূর্ব দুর্গাপুর গ্রামের গ্রাম বাসীরাও সবাই উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান।

https://youtu.be/IFLNAfl7MeU

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট