ইফতার উপলক্ষে বিধবা ও দুস্থ পুরুষদের মধ্যে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ


রবিবার,০৩/০৬/২০১৮
559

পিয়া গুপ্তা---

ইফতার উপলক্ষে বিধবা ও দুস্থ পুরুষদের মধ্যে রমজান মাসের খাদ্য সামগ্রী বিতরণ । শনিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের পূর্ব আনাউন পীরতলা গ্রামে আনাউন নুরি সোসাইটির উদ্যোগে ১২৫ জন বিধবা ও দুস্থ ব্যক্তিদের মধ্যে প্রত্যেকে চাল 10 কেজি,ছোলা 1 কেজি,মুসুর ডাল 1 কেজি,চিনি,সিমাই,মুড়ি ও সরষার তেল ১ কেজি করে দেওয়া হয় বলে জানান সংস্থার সম্পাদক শাজাদ হুসেন।উপস্থিত ছিলেন মুপ্তি মৌলানা,আনসার আলম,ফইজুল হক,হাফিস হোসেন আলম । দুস্থ ব্যক্তি দের মধ্যে

রোসনেআরা বেগম বলেন তারা রমজানের এই পূর্ন মাসে এতগুলি খাদ্য সামগ্রী পেয়ে খুব খুশি হয়েছেন । সংস্থার সম্পাদক সজ্জাত হোসেন বলেন তাদের এই সংস্থা প্রতি বছরই রমজান মাসে দুস্থ দের মধ্যে এই ধরনের খাদ্য সামগ্রী দিয়ে থাকে।তাছাড়া ও বন্যা খরা সমস্ত দুর্যোগের সময় তাদের এই সংস্থা পুরো জেলা জুড়ে সামাজিক কাজ করে থাকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট