একই দিনে ১১ টি বিষাক্ত মাকড়সা উদ্ধার


বৃহস্পতিবার,৩১/০৫/২০১৮
987

বাংলা এক্সপ্রেস---

এখন খবরে শিরোনামে বিশাক্ত লোমযুক্ত ট্যারেন্টুলা মাকড়সা। যা প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে। সেখানে দারিয়ে একদিনে একসঙ্গে ১১ টি ট্যারেন্টুলা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দূর্গাপুর ও পিপলান গ্রামে। জানাজায় দূর্গাপুর গ্রামের অরুন কুমার দাস ও পিপলান গ্রামের সাধন দে’র বাড়ি থেকে মোট ১১ টি ট্যারেন্টুলা উদ্ধার করে রায়গঞ্জের পিউপিলস ফর অ্যানিম্যালস নামে একটি পশুপ্রেমী সংস্থা। উদ্ধার হওয়া টরেন্টুলাগুলো বন দপ্তরের হাতে তুলে দেন তারা রাতেই।জানাজায় বুধবার রাতে ইটাহার ব্লকের দূর্গাপুর গ্রামের বাসিন্দা অরুন কুমার দাসের বাড়িতে বড় আকারের বিষাক্ত মাকড়সা দেখে আতঙ্কিত হয়ে পরেন বাড়ির লোকেরা। খবর দেওয়া হয় রায়গঞ্জের পশুপ্রেমী সংস্থা ” পিউপিলস ফর অ্যানিম্যালস” কে। সংস্থার কর্ণধার গৌতম তান্তিয়া কয়েকজন সদস্য নিয়ে অরুন দাসের বাড়িতে গিয়ে উদ্ধার করে। এরপর খবর আসে পাশেই পিপলান গ্রামেও দেখা গিয়েছে বিষাক্ত বড় আকারের মাকড়সা। সেখানে গিয়েও ৪ টি ট্যারেন্টুলা উদ্ধার করা হয়। গৌতম তান্তিয়া জানিয়েছেন উদ্ধার হওয়া মাকড়সাগুলি ট্যারেন্টুলা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট