টেরেন্টুলা আতঙ্কে সাধারণ মানুষ


মঙ্গলবার,২৯/০৫/২০১৮
1076

বাংলা এক্সপ্রেস---

যখন সারা রাজ্যে টেরেন্টুলা আতঙ্কে  আতঙ্কিত সাধারন মানুষ। সেই সময়ে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরেরদেবীনগর এলাকায় মঙ্গলবার সকালে টেরেন্টুলা মাকড়সা হবার রেশ কাটতে না কাটতে এবারে জেলার কালিয়াগঞ্জ পুর এলাকার ১০ নাম্বার ওয়ার্ডের সাহা   পাড়ায় সুজয় সাহা বাড়ি থেকে টেরেন্টুলা মাকড়সা উদ্ধাকে ঘিড়ে এলাকায় আতঙ্ক  ছড়িয়েছে। খবর দেওয়া হয় বনদপ্তরকে। মাকড়সা উদ্ধারের জানাজানি হতে ইভির জমায় এলাকা বাসিরা তার বাড়িতে। এটি বাস্তবেই কি টেরেন্টুলা মাকড়সা তা বনদপ্তর কিংবা পশু প্রেমী স্বেচ্ছা সেবী সংস্থার সদস্যরাই বলতে পারবে। প্রাথমি ভাবে দেখে যা মনে হচ্ছেত টেরেন্টুলা মাকড়সা সুজয় বাবু জানান এখোন টিভি, নিউস পেপার থেকে শুরু  করে সোসাল মিডিয়ায় দেখা যায় বিশাক্ত টেরেন্টুলা মাকড়সা।  তাতে সাধারন মানুষ আতঙ্কের মধ্যেই রয়েছে। আজ সকালে তিনি তার বাড়িতে টেরেন্টুলা মাকড়সা দেখতে পায়। এই মাকড়া উদ্ধার হবার পড় তারা আতঙ্কের  মধ্যে রয়েছে। মাকড়সাটিকে উদ্ধার করে একটি কৌটর মধ্যে আটকে রেখেছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট