রাজ্য জুড়ে দফায় দফায় বৃস্টি, বানভাসি গ্রাম বাংলা


বৃহস্পতিবার,২৪/০৫/২০১৮
566

শুভ বিশ্বাস---

সারাদিন ধরে দফায় দফায় বৃস্টি,নাজেহাল পথ ঘাট,রাস্তাঘাট জলে পুর্ন। আবহাওয়া দপ্তর সুত্রের খবর আগামী ২৪ ঘন্টা ভারি বৃস্টির সম্ভাবনা রয়েছে, আকাশে কালো মেঘ ও রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।জলপাইগুড়ি, ও সুন্দরবন এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে,হাসফাস গরমের হাত থেকে রেহাই দিল এই বৃস্টি তা বলাই যেতে পারে।

https://youtu.be/xERqdEKHPEg

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট