বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ কার্যত মেঘে ঢাকা। সকাল হতেই বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দক্ষিণবঙ্গের সঙ্গে এবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় আগামী ২-৩ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাত শুরু হতে পারে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ায় আগামী ১-২ ঘণ্টার মধ্যে বজ্র্যবিদুৎ-সহ প্রবল বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টি হতে পারে বলেও জানা গিয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা।
বানভাসি কলকাতা ,রাস্তা ঘাটে জল জমেছে ,তবে অন্যদিকে এই গরমের হাত থেকে সাময়িক স্বস্তি পেলো শহরবাসী ,আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী ২৪ ঘণ্টা আকাশ মেঘলা থাকবে, সাথে ভারী বৃষ্টি হতে পাড়ে। দক্ষিণবঙ্গ সহ রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় দিনভর দফায় দফায় বৃষ্টি হয়েছে। মঙ্গলবারের বিকেলেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নেমে এসেছিল প্রবল দুর্যোগ। বৃষ্টিপাতের জেরে কলকাতা ও তার পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় জলও দাঁড়িয়ে গিয়েছিল। মঙ্গলবারের পর বুধবারও সকাল হতে না হতেই কলকাতায় আবার বৃষ্টি শুরু হয়েছে।