ছড়াপত্রের উদ্যোগে নববর্ষ বই উৎসব


সোমবার,২১/০৫/২০১৮
2189

ফারুক আহমেদ---

ছড়াপত্রের উদ্যোগে নববর্ষ বই উৎসব পালিত হল সাড়া জাগিয়ে। সেই সঙ্গে ২৫ টি বই প্রকাশ ও ছড়াপত্রের নববর্ষ সংখ্যা প্রকাশ ঘটল ২০ মে, রবিবার।

এদিন প্রকাশিত হয় কবি ও সাহিত্যিক শান্তা কর রায়ের পঞ্চদশ গ্রন্থ ‘তারকাটা’। প্রকাশ করলেন অধ্যাপক পবিত্র সরকার। ২৫টি গ্রন্থ প্রকাশের আয়োজন ছিল চোখে দেখার মতো। সমগ্রভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাহিত্যিক শান্তা কর রায়।

উপস্থিত ছিলেন দীপঙ্কর সাহা, পঙ্কজ সাহা, অর্ঘ্য রায়, অভিষেক ঘোষ প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন চন্দ্রিমা ভট্টশালী, আবৃত্তি করেন শর্মিষ্ঠা পাল, গানে গানে ছিলেন সোমালি মুখার্জী, সঞ্চারি চক্রবর্তী আর শ্রুতিনাটক পরিবেশন করেন শুভাশিষ ঘোষ ঠাকুর, আত্রেয়ী ঘোষ ঠাকুর। উড়ানের সাহিত্যিক বন্ধুরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট হলে পূর্ণ সভাগৃহে জমাটি বিকেল উপহার দেন এদিন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট