লায়লা মজনুর ঝুলন্ত দেহ উদ্ধার


রবিবার,২০/০৫/২০১৮
622

বাংলা এক্সপ্রেস---

গাছে ঝুলন্ত অবস্থায় এক প্রেমীক যুগলের মৃত উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মুস্তাফা নগরর গ্রাম পঞ্চায়েতের অধিন পশ্চিম মুস্তাফা নগর এলাকার একটি বাগানে। মৃত যুগলের নাম সুবল দেবসর্মা(১৬) ও প্রীয়া মাহাতো (১৬)।  সুবলের বাড়ি পশ্চিম মুস্তাফা নগর এলাকায় আর প্রীয়ার বাড়ি পাশের গ্রাম ভেউর এলাকায়। এলাকা ও পুলিশ সুত্রে জানাজায় তাদের মধ্যে ভালো বাসার সম্পর্ক ছিল। কিন্তু তাদের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয় নি।

পরিবারের অমতে তারা পাশের এক মন্দিরে গিয়ে তারা বিয়ে করে। বিয়ের পরেও বাড়ির লোক মেনে না নেওয়ায় তারা বাড়ির পাশে একটি বাগানের আম গাছে চুরিদারের ওড়না দিয়ে ফাস লাগিয়ে আত্মহত্যা করে। আজ সকালে বিষটি নজরে আসে গ্রাম বাসিদের। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় রায়গঞ্জ জেলা হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট