ম্যাচের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাহুলের হাতে তুলে দেওয়া হয় স্টাইলিশ প্লেয়ারের ট্রফিটি। সেই ট্রফি হাতে নিয়ে সাজঘরে ফেরার সময়ে এক ভক্তকে উদ্দেশ্য করে তিনি তা ছুড়ে দেন। লোকেশ রাহুলের ছুড়ে দেওয়া ট্রফিটি একাধিক বারের চেষ্টায় ধরতে সক্ষম হন সেই ভক্তটি।
খেলে প্রাপ্ত ট্রফি না নিয়ে ভক্তকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হলেন কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেটারটি। জার্সি অদলবদল করে খবর হয়েছেন কিংস ইলেভেন পঞ্জাবের লোকেশ রাহুল। নিজের ট্রফি ভক্তের হাতে তুলে দিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন তারিফ কুড়োচ্ছেন তিনি।