১৬ মে বৃহস্পতিবার এরাজ্যে শুরু হল পবিত্র রমজান মাস। প্রাথমিক পর্যায়ে মুসলীম ধর্মগুরু ও সংগঠন গুলির মধ্যে চাঁদ
দেখা নিয়ে দ্বিমত সৃষ্টি হয়।কেউ কেউ বলেন রোজা শুরু হচ্ছে শুক্রবার। অবশেষে বৃহস্পতিবারই রোজা শুরুর হওয়ার ব্যাপারে মুসলিম নেতারা একমত হন।
কোলকাতা নাখোদা মসজিদের ইমাম ও ফুরফুরা শরীফের মুখ্য উপদেষ্টা ত্বহা সিদ্দিকী রাজ্যবাসি কে নিশ্চিত করেন যে,শুক্রবার নয়, বৃহস্পতিবারই হচ্ছে প্রথম রোজা।অন্যদিকে দিল্লির জামা মসজিদের ইমামও জানান বৃহস্পতিবার থেকেই সারা দেশে রমজান শুরু হচ্ছে।