১৯ মে বাংলা ভাষা শহিদ দিবস উদযাপন ও কবিতাপাঠের আসোর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ পার্কের নিকট কার্জন পার্ক, ধর্মতলায় (১৯.০৫.২০১৮) বিকেল ৪.৩০মিনিটে শুরু হবে। বিদ্যাসাগর মূর্তির পাদদেশে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, প্রাক্তন উপাচার্য ড. আনন্দদেব মুখার্জী, আন্তর্জাতিক বাংলাভাষা সংস্কৃতি সমিতির পক্ষে উপস্থিত থাকবেন আবৃত্তিকার ও অধ্যাপিকা নাতাশা দাশগুপ্ত, কথাশিল্পী রুবী গান্ধী, আবৃত্তি আলেখ্য নদিয়া জেলার পরিবেশন।
পরিচালনা করবেন প্রীতম ভট্টাচার্য।
সংগীত পরিবেশন করবেন মুকুল চক্রবর্তী।
কিছু কথা বলবেন, ড. রামআহ্লাদ চৌধুরী (কলকাতা বিশ্ববিদ্যালয়), কবি গুরু বিশ্বাস।
কবিতা পাঠে থাকছেন কবি কমল দে সিকদার, নৃপেন চক্রবর্তী, প্রণব সেন, সুজিত বন্দ্যোপাধ্যায়, স্বপন পাল, জ্যোতির্ময় সরদার, গোপাল বিশ্বাস, ইভা চক্রবর্তী, ধীশঙ্কর সেনগুপ্ত, অপূর্বকুমার কুন্ডু, হাননান আহসান, তাপস সাহা, হেমন্ত রায়, প্রদীপকুমার পাল, মেঘনাথ বিশ্বাস, জ্যোতির্ময় চক্রবর্তী, অরূপ বন্দ্যোপাধ্যায়, ফারুক আহমেদ, লালমিয়া মোল্লা, জয়দীপ চট্টোপাধ্যায়, শুভেন্দু পালিত, পূজা তালুকদার, হরিশংকর কুন্ডু, শংকর দত্ত, সুমন বিশ্বাস প্রমুখ। আপনিও আমন্ত্রিত। উপস্থিত থাকবেন সুভাষ রায় (সচিব, দিল্লি) আনসার উল হক (সহ-সচিব, কলকাতা)।