উত্তর দিনাজপুর জেলার ৯ টি ব্লকে বিভিন্ন বিদ্যালয়ে আজ সকাল আটটা থেকে ভোটগণনা শুরু । জেলায় ৯৮টি গ্রাম পঞ্চায়েতের ১৫৬২টি আসনে আজ ভোট গণনা হবে। শাসকদলের প্রার্থীরা আগেই ৮৭ আসনে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ৯ টি পঞ্চায়েত সমিতির ২৭৯ আসনের মধ্যে আজ ২০১টি আসনে গণনা হবে। শাসকদলের প্রার্থীরা আগেই ৮ টি আসনে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। জেলাপরিষদের .২৬ টি আসনের মধ্যে গণনা হবে ২৩টি আসনে।শাসকদলের প্রার্থীরা আগেই ৩ টি আসনে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। সকাল থেকেই অবশ্য গণনাকারী এবং বিভিন্ন প্রার্থীর এজেন্টরা ভোটগণনা কে ন্দ্রে পৌঁছে গেছেন।
উত্তর দিনাজপুর জেলার ৯ টি ব্লকে বিভিন্ন বিদ্যালয়ে আজ সকাল আটটা থেকে ভোটগণনা শুরু
বৃহস্পতিবার,১৭/০৫/২০১৮
1146
পিয়া গুপ্তা---