রাজ শুভশ্রী কেমিস্ট্রি বনাম টলিউড পাড়ার গুঞ্জন


বুধবার,১৬/০৫/২০১৮
1723

শুভ বিশ্বাস---

এই সময়ে সবথেকে বড় আলোচিত বিশয় রাজ শুভশ্রী বিয়ে,তা নিয়ে সোশ্যাল মিডিয়া উঠছে ঝড়। এই নিয়ে আলোচনা হচ্ছে নানা মহলে।এত দিনের সম্পর্ক পূর্ণতা পেল,তবে এই জুটি অনেকদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে খোলামেলা মনোভাব প্রশন করেননি দর্শক দের সামনে।ত্রিকোণ প্রেমের সম্প্রর্কে অবশেষ অবসান হল।সব মিলিয়ে এক সিনেমার শুটিং শেষ হল বলা যেতে পারে।কারন পরিচালক রাজ চক্রবর্তী কে নিয়ে নানা গুঞ্জন শোনা যায় টলিউডমহলে।ইতিমধ্য তিনি সেই জল্পনার অবসান ঘটিয়েছেন,এবং তার স্বপ্নের রাজকন্যা কে বিবাহিত করে তাকে স্ত্রী মর্যাদা দিয়েছেন।রাজ চক্রবর্তী বিয়েতে বসেছিল চাঁদেরহাট, সেখানে উপস্থিত ছিলেন টলিউডের নায়ক নায়িকা ও অন্যান্য কলাকুশলীরা, সবমিলিয়ে বেশ ধুমধামের সাথে বিবাহ সম্পন্ন হয় বিখ্যাত এই পরিচালকের। সাধারণত বাঙালি মতে বিবাহ হয়,ও নানানা আচার অনুস্টান মেনে বিবাহ সম্পন্ন হয়।

এই জুটির রসায়ন নিয়ে টলিউড মহলে জল্পনার শেষ নেই, তবে যাবতীয় জল্পনায় অবশেষ জল ঢেলে দিলেন এই জুটি।তাদের নতুন পথ চলা শুরু।এবার দেখার পালা বিয়ের পর কি শুভশ্রী আবার স্বমহিমায় সিনেমা জগতে ফিরবেন,? তবে এই প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি, তা সময় ই বলবে। তবে এই বিয়ের অন্যতম নির্দশন হল তাদের মেনু ও রাজকীয় সাজ।কনের সাজে শুভশ্রী স্বভাবসিদ্ধ ভঙ্গীতে মন জয় করে নিয়েছেন সকলের।তাকে সাজানো হয়েছে কলকাতার নামী ডিজাইনার দিয়ে,সবমিলিয়ে এ যেন এক রাজকীয় উপস্থাপনা।সিনেমার ক্লাইম্যক্স এর মতন ছাদনাতলা থেকে বিয়ের মন্ডপে একেবারে হাসিখুশি মেজাযে দেখা যায় এই জুটিকে।তাদের দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা রইল বাংলা এক্সপ্রেস এর তরফ থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট