সহজেই জয় ছিনিয়ে নিল নাইট শিবির, দীনেশ কার্ত্তিক এর চওড়া ব্যাটিং এ ভর করে কে কে আর জয়ের দোরগোড়ায় পোঁছে যায়। অধিনায়কত্ব ইনিংস খেললেন কে কে আর এর অধিনায়ক দীনেশ কার্ত্তিক, একের পর এক উইকেট হারিয়ে মাঝখানে চাপে পরে যায় নাইট দল।তবে ক্রিস লিন এদিন এক ভালো ইনিংস খেললেন,অধিনায়ক কে যোগ্য সহজোগিতা করলেন।তাদের পার্টনারশিপ কে কে আর কে সহজেই লক্ষ্য পোঁছে দেয়।সবমিলিয়ে অসাধারণ ম্যাচ উপহার দিলো কে কে আর দর্শকদের।এই ধরনের হাইভোল্টেজ ম্যাচে বাড়তি চাপ থাকে সেই চাপ কাটিয়ে কে কে আর জয় ছিনিয়ে নিলো। রাজস্থান রয়্যালস কে অনায়াসে পরাস্ত করলেন।১৮ ওভারে জয়ের লক্ষ্য মাত্রা পোঁছে যায় দল।যা পরবর্তী ম্যাচে তাদেরকে বাড়তি অক্সিজেন দেবে।প্লে অফে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেলো নাইট দলের কাছে।
কে কে আর এর বিজয় রথ অব্যাহত, জয়ের উল্লাস নাইট শিবিরে
বুধবার,১৬/০৫/২০১৮
1085
শুভ বিশ্বাস---