বিকাল গড়াতেই বিরোধী পার্টির উপরে বোমাবাজি, মারধরের অভিযোগ উঠে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের শাসক দলের বিরুদ্ধে


সোমবার,১৪/০৫/২০১৮
1049

বাংলা এক্সপ্রেস---

বিকাল গড়াতেই বিরোধী পার্টির উপরে বোমাবাজি, মারধরের অভিযোগ উঠে উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের বিভিন্ন এলাকায় শাসক দলের বিরুদ্ধে। এদিন ইটাহার ব্লকের কাপাশিয়া অঞ্চলের মাইনগরে বোমাবাজি হয়। এই ঘটনায় সিপিএম কর্মী আনসার আলী নামে এক ব্যক্তি গুরুতর জখম হয় ও ৩ জন অহত হয়েছে বলে জানা যায়। তাকে ইটাহার শ্বাস্থ্য কেন্দ্রে আনলে আহত ব্যক্তিককে রায়গঞ্জ সুপার স্পেসালিটি হাসপাতালে রেফার করা হয়। এছাড়া গুলন্দর ১ অঞ্চলের ধুলোহর, মারনাই, ঠিলবিল এলাকার নানান বুথে বিজেপী, সিপিএম কর্মীদের উপরে মারধোরেরো অভিযোগ উঠে। যদিও এই বিষয়ে ইটাহার ব্লক তৃনমূল নেতৃত্বের দাবি বিরোধিরা নিজেরাই নিজারাই গন্ডোগল ঝামেলা করে শাসক দলের নাম জড়াচ্ছে। শাসক দল এই সব ঘটনার সাথে জড়িত নই।

বাংলা এক্সপ্রেস মোবাইল অপ্পস ডাউনলোড করুন : http://bit.ly/2p7fTr9

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট