রায়গঞ্জ ব্লকের গলইসুরা প্রাথমিক বিদ্যালয়ে দুষ্কৃতীদের তান্ডব। বুথে একাধিক বোম মারায় পোলিং অফিসাররা ভোট কেন্দ্র ছেড়ে পালিয়ে গেছে। দুষ্কৃতীদের বোমায় আহত শম্ভু বর্মন ( ৫০) ক্ষোভে গ্রামবাসীরা ব্যালট বাক্স পুড়িয়ে দিয়েছে। গ্রামবাসীদের বিক্ষোভে রেল লাইনের ধারে বোমা ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। প্রতিবাদে রাধিকাপুর – কাটিহার রেল অবরোধ করলো স্থানীয় বাসিন্দারা।
রায়গঞ্জ ব্লকের গলইসুরা প্রাথমিক বিদ্যালয়ে দুষ্কৃতীদের তান্ডব
সোমবার,১৪/০৫/২০১৮
909
বাংলা এক্সপ্রেস---