রায়গঞ্জের ১০ নম্বর মাড়াইকুরা অঞ্চলের দেবীতলায় ব্যাপক বোমাবাজি, ১ জন গুলিবিদ্ধ, ভোট কর্মীরা বুথ ছেড়ে বেড়িয়ে গেছেন


সোমবার,১৪/০৫/২০১৮
850

বাংলা এক্সপ্রেস---

রাতের অন্ধকারে ব্যাপক বোমাবাজি। ঘটনা উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার গুলন্দর-২ গ্রাম পঞ্চায়েতের পাড়েরগ্রামে। বুথকেন্দ্র পাড়েরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের অনতিদূরেই রাত ১১ টা থেকে মুহুর্মুহু বোমা ফাটছে বলে গ্রামবাসীদের সূত্রে জানা গেছে।

আতঙ্ক গ্রাস করেছে গোটা গ্রামকে। বোমার শব্দে ঘরের ভেতরে সিঁটিয়ে যান গ্রামবাসীরা। ভয়ে কাঁপছেন ভোটকর্মীরাও। বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গেছেন সেক্টর অফিসার।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ১০ নম্বর মাড়াইকুরা অঞ্চলের দেবীতলায় ব্যাপক বোমাবাজি, ১ জন গুলিবিদ্ধ, ভোট কর্মীরা বুথ ছেড়ে বেড়িয়ে গেছেন

 

উত্তর দিনাজপুর জেলার ৯ টি ব্লকে আজ সকাল সাতটা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। বিণা প্রতিদ্বন্দ্বিতায় অনেক প্রার্থী নির্বাচিত হওয়ায় জেলার ৯৮ টি গ্রামপঞ্চায়েতের ১৫৬২টি আসনে, ৯টি পঞ্চায়েত সমিতির ২৭৯ টি আসনে এবং জেলাপরিষদের ২৩ টি আসনে ১৬৬ জণ প্রার্থী প্রতিদ্বন্দ্বী তা করছে । গোটা জেলায় ১৮২৭ টি ভোটগ্রহন কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ শতাংশ বুথ কে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। জেলায় ভারত- বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। এবার এই জেলায় ভোটদাতার সংখ্যা ১৮ লক্ষ ১১ হাজার ৭৩৪। সকাল থেকেই বুথগুলিতে উৎসাহী ভোটদাতাদের ভীড় চোখে পড়েছে।এদিকে বেলা যত বাড়ছে ততো বিক্ষিপ্ত কিছু সংর্ঘষের খবর পাওয়া যায় রায়গঞ্জের১০ নম্বার মারাইপুড়া গ্রামপঞ্জায়েত ৬৭ নাম্বার বুথে বোমাবাজির অভিযোগ পাওয়া যায় এবং এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট