এক নারী তিন চোখ


রবিবার,১৩/০৫/২০১৮
1667

॥ এক নারী তিন চোখ ॥

খুন, জখম, ধর্ষণের উল্কি এঁকে
সময়টা বসে আছে ওঁত পেতে
বৃথা, বৃথাই !…
ওর ছায়ায় জেহাদ জ্বলছে
আমার তৃতীয় চোখের তারায়,
কে আমাকে বাঁধে ‘না’ এর দোতারায় ?
ওর আপোসহীন শৃঙ্গারে
উলঙ্গ হয়েছি বাসনার দো’রে,
আকাশ নিঙড়ে…
জীবন এঁকেছি কাঁটাতারে,
পেখম মুড়ে…
পরিচয় ভেঁজেছি হাঁড়ির কাঠামোয় ।
বেপরোয়া ঝড়ে বাঁধ ভেঙেছে
আমার তৃতীয় চোখের তারায়,
কে আমাকে বাঁধে ‘না’ এর দোতারায় ?

তোমাকে বাজি রেখে মগজের কোষে
লড়াই জিতেছি বার বার
আমার তৃতীয় চোখের তারায়,
কে আমাকে বাঁধে ‘না’ এর দোতারায় ?
স্থবির সময় !…
সম্ভ্রম হারিয়ে হড়পা ঝোরায়
পেরেছো কি মারতে আমায় ?

…….সুনন্দা হালদার ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট