পঞ্চায়েত নির্বাচনের জোরদার প্রস্তুতি জেলা প্রশাসনের


শনিবার,১২/০৫/২০১৮
1007

বাংলা এক্সপ্রেস---

সোমবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে আজ রাত পোহালে রবিবার সকাল থেকেই ভোট কর্মিদের ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে হবে। শেষ মূহুর্তে ব্যালোট পেপার ,ব্যালট বাক্স  থেকে শুরু মশা তারানোর ধূপ বা হ্যারিক্যান সব গোছগাছ করা হচ্ছে। দূর দুরান্ত থেকে আগত ভোট কর্মীরা রবিবার সকাল থেকেই আসা শুরু করবে।  সেদিক থেকে পঞ্চায়েত নির্বাচনের জোরদার প্রস্তুতি নিয়ে ফেলেছে জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লকে শেষ মূহুর্তের প্রস্তুতি কেমন চলছে তা সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা প্রশাসনের আধিকারিকেরা। জেলার বিভিন্ন ব্লকে দেখা গেল জেলা ভোট গণনা কেন্দ্র গুলি হয়েছে ।

সেখানে স্ট্রং রুম থেকে শুরু করে ভোট গননার কক্ষ গুলি খুঁটিনাটি ক্ষতিয়ে দেখেন। সেই মতে সোমবার দুপুরে কালিয়াগঞ্জ ব্লকের স্ট্রং রুম থেকে শুরু করে ভোট গননার কক্ষ গুলি খুঁটিনাটি ক্ষতিয়ে দেখেন অতিরিক্ত জেলা শাসক  [LR] লাকপা নেরবু শেরপা ও রায়গঞ্জ মহকুমা শাসক টি এন শেরপা এবং কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া। এবারে কালিয়াগঞ্জের ডি সি আর সি তৈরী করা হয়েছে কালিয়াগঞ্জের পার্ব্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে। বিগত দিনে কালিয়াগঞ্জের পলেটেকনিক কলেজ ডি সি আর সি তৈরী করা হত। কিন্তু সেখানে পরিকাঠামো উন্নয়ন করা হচ্ছে বলে তাই পার্ব্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে ডি সি আর সি তৈরী করা হয়েছে। তার সাথে স্ট্রং রুম থেকে শুরু করে ভোট গননা কক্ষ গুলিতে লাগানো হয়েছে সি সি টি ভি। ইতিমধ্যের ভোটের জন্য যেসব গাড়ি গুলি ব্যবহার করা হবে সেগুলি ইতি মধ্যে সব গাড়ি চলে এসেছে। যাতে কোন প্রকার খামতি না থাকে । রায়গঞ্জ মহকুমা শাসক টি এন শেরপা  জানান , নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু খতিয়ে দেখা হয়। যাতে আগামী কাল থেকে শুরু করে ভোট গণনার দিন পর্যন্ত কোন খামতি না থাকে। ভোটের জন্য যেসব গাড়ি গুলি ব্যবহার করা হবে সেগুলি এসেছে কি না তা দেখা হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট