তৃনমুল সাথে  বামফ্রন্ট সংঘর্ষে মৃত ১


শনিবার,১২/০৫/২০১৮
870

বাংলা এক্সপ্রেস---

তৃনমুল সাথে  বামফ্রন্ট সংঘর্ষে মৃত ১ বয়স্ক তৃনমুল সমর্থক আহত গ্রাম পঞ্চায়েত প্রার্থীর স্বামী।এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার গোয়াল পোখর ১ ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের ইব্রাহীমপুর এলাকায়। রাতেই গ্রেপ্তার সিপিএম প্রার্থীর স্বামী সহ ৩ জন। অভিযোগ অস্বীকার করে পালটা আক্রমন ও পুলিশি জুলুমের অভিযোগ করেছেন সিপিএম প্রার্থী। শুক্রবার রাত সাড়ে ১১ টা নাগাদ নাগাদ   গোয়ালপোখর ১ ব্লকের  পাঞ্জিপাড়া ইব্রাহীমপুর  এলাকায়  মন্ত্রী গোলাম  রব্বানির সভা শেষে ফরোয়ার্ড  ব্লকের  ১টি মিছিল বের  হয় ওই একই  রাস্তাই  ।

তৃণমুল কর্মীদের অভিযোগ বামেফ্রন্ট কর্মীরা তৃণমুল কর্মীদের উপর হামলা চালায়  এই ঘটনায়  মহাঃ মাহাজির নামে এক বছর ষাট বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়  পাশাপাশি পাঞ্জিপাড়া ইব্রাহীমপুর  ১৩ নং সংসদের তৃণমূল কংগ্রেস  প্রার্থী আসিমা বেগমের স্বামী মহম্মদ সাবির আহত হয়। মহাম্মদ সাবির ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন  রয়েছেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট