ভুট্টা খেত থেকে উদ্ধার মৃতদেহ


শনিবার,১২/০৫/২০১৮
810

বাংলা এক্সপ্রেস---

পঞ্চায়েত ভোটের আগে জাতীয় সড়কের পাশের ভুট্টা খেত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানা এলাকার কানকির দেওগাঁ মুন্সিপাড়ায়। একটি ভূট্টা ক্ষেত থেকে উদ্ধার হয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ। মৃত ওই যুবকের নাম দানাশ আলম(২২)। জানাজায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে চাকুলিয়া থানার কানকির দেওগাঁ মুন্সিপাড়ায় ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ভূট্টা ক্ষেতে মৃতদেহটি নজরে আসে স্থানীয়দের। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর দেওয়া হয় মৃতের পরিবারকেও।

পুলিশের আগেই মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় দানাশের পরিজনেরা।ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছে দানাশকে। তবে এই খুনের ঘটনার সাথে রাজনীতির কোনও সম্পর্ক রয়েছে কিনা সেই বিষয়ে এখনই কিছু জানা যায়নি। পুলিশ রাতে মৃতদেহ নিজেদের হেপাজতে নিয়ে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় এবং ঘটনার তদন্তে নামে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট