প্রথম বাড়াবাড়ি
সুব্রতা ঘোষ রায়
_______
তোমার সঙ্গে চোখে চোখে কথা-
তোমার সঙ্গে চোখে চোখে আড়ি,
তুমি আমার প্রথম গোপন প্রেম,
তুমি আমার প্রথম বাড়াবাড়ি!
তুমি আমার প্রথম মাইক্রোফোন…
তুমি আমার প্রথম কবিতা বলা-
তুমি আমার প্রথম অডিশন-
গদ্যে-পদ্যে তোমার সঙ্গে চলা…
তোমার কাছেই ভেঙে পড়ার স্মৃতি,
তোমার কাছেই প্রথম সমর্পন-
তোমায় নিয়েই আবার উঠতে চাওয়া-
তোমার কাছেই আত্মদংশন ।
তুমিই আমার প্রথম ছবির মালা-
তুমিই আমার আগুন, হৃদয় খাঁক…
তুমিই আমার ছয় ছয়টি ঋতু,
তুমিই আমার ২৫শে বৈশাখ ।।